বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সোনা-রুপার পাত্রে খাবার খাওয়া যাবে?

সোনা-রুপার পাত্রে খাবার খাওয়া যাবে?

সংগৃহীত

সাজ-সজ্জার জন্য সোনা-রুপার ব্যবহার স্বাভাবিক বিষয়। এক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারী-পুরুষের জন্য যে ব্যবহার বিধি আরোপ করা হয়েছে তা মেন চলা আবশ্যক। কারণ, হাদিসে পুরুষের জন্য সোনা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সৌন্দর্য প্রকাশের জন্য নারীর জন্য সোনা ব্যবহারে কোনো ধরনের বিধি-নিষেধ নেই। 

তবে সোনার ব্যবহার কোনো নারীর জন্য অহংকার প্রদর্শন ও অপচয়ের কারণ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, আল্লাহ তায়ালা অহংকারী এবং অপচয়কারীকে পছন্দ করেন না।

সৌন্দর্য বৃদ্ধির বাইরেও অনেকে খাবারের পাত্র হিসেবে সোনা-রুপা ব্যবহার করেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খাবারের জন্য সোনা-রুপার পাত্র ব্যবহার করা বৈধ নয়। হাদিসের নির্দেশনা অনুযায়ী সোনা রুপার পাত্রে খাবার খাওয়া এবং পানাহার করা হারাম। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

‘তোমরা স্বর্ণ ও রুপার পাত্রে পান করবে না। আর এসবের পাত্রে খানা খাবে না। এগুলো দুনিয়াতে তাদের (কাফের) জন্য আর আমাদের জন্য রয়েছে আখেরাতে তিনি আরও বলেছেন, যে ব্যক্তি রুপার পাত্রে পান করবে সে তার পেটে জাহান্নামের আগুন টেনে বেড়াবে। ( বুখারি ও মুসলিম)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, জান্নাতে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্রে। (সুরা যুখরুফ, আয়াত : ৭১)

অন্য আয়াতে বর্ণিত হয়েছে, জান্নাতে তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রুপার পাত্রে এবং স্ফটিকের মত স্বচ্ছ পানপাত্রে। (সুরা দাহর, আয়াত : ১৫)

এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, কোনো জান্নাত হবে রুপার এবং সেখানের আসবাব-পত্র সবকিছুই হবে রুপার। আবার কোনো জান্নাত হবে স্বর্ণের এবং সেখানের সবকিছু হবে স্বর্ণের। (বুখারি,মুসলিম)

বিখ্যাত সাহাবি হজরত হুযায়ফা (রা.) একবার পানি পান করতে চাইলেন। এক ব্যক্তি একটি রুপার পাত্রে তাকে পান করতে দিলেন। তা দেখে তিনি খুব রেগে গেলেন। ওই পাত্রটি ছুড়ে ফেললেন।

এরপর তিনি বলেছেন, আমি তাকে কয়েকবার নিষেধ করেছি- স্বর্ণ রুপার পাত্রে পানি বা খাবার না দিতে। তারপরও সে এ কাজ করেছে। এজন্য আমি পাত্রটি ছুড়ে ফেলে দিলাম। এরপর বললেন—

রাসুল (সা.) স্বর্ণ-রুপার পাত্রে পান করতে নিষেধ করেছেন।... তিনি বলেছেন, এগুলো দুনিয়াতে তাদের (কাফেরদের) জন্য এবং আখেরাতে তোমাদের জন্য। (বুখারি)

পানাহার ছাড়া অন্য কাজে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার

পানাহার ছাড়া অন্য কাজে এর ব্যবহার জায়েয, যেমন অজু ইত্যাদিতে ব্যবহার করা। কারণ, উপরে উল্লিখিত হাদিসে শুধু পানাহারের কথা বলা হয়েছে। হাদিসে এসেছে যে, উম্মে সালামা রা.-এর কাছে রুপার একটি বাটা ছিল, আর তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি কেশ রাখা ছিল।( বুখারী)

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: