মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

মাত্র ৭ মাসে কোরআনে হাফেজ হলো মাহিদুর

মাত্র ৭ মাসে কোরআনে হাফেজ হলো মাহিদুর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী মাহিদুর রহমান (১১) মাত্র সাত মাসে হাফেজ হয়েছে। সে জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মাহিদুর রহমান বলেন, নামাজ আর কোরআন পড়া ছাড়া অন্য কোনো কাজ করি না। আমার শিক্ষকরা আমাকে অনেক আদর করে। এতে কোরআন পড়ার প্রতি আরো বেশি আগ্রহ হয়। তাই সবাই দিনে ২-৩ পৃষ্ঠা কোরআন পড়লেও আমি পরি ১২-১৫ পৃষ্ঠা। এভাবেই আমার এগিয়ে যাই। নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. মাহমুদ হাসান বলেন, আমার ছাত্র ও শিক্ষকতার জীবনে কোনো শিক্ষার্থীর এমন মেধা দেখিনি। এ মেধা আমরা কাজে লাগিয়েছি। মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে কোরআনের হাফেজ হতে আড়াই থেকে তিন বছর সময় লাগে। কিন্তু মাহিদুর রহমানকে আল্লাহ অনেক বেশি মেধা দিয়েছেন। এ জন্য সে মাত্র সাত মাসে কোরআনের হাফেজ হয়েছে। মাদরাসার দাতা সদস্য আনসার আলী জানান, মাহিদুর সাত মাসে বোরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: