রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর দোয়া

নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর দোয়া

বিয়ে এক ধরনের আনন্দ উৎসবের আমেজ তৈরি করে। পবিত্র, স্বচ্ছ জীবন যাপনে সবার জীবনে বিয়ে অপরিহার্য। বিয়ে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। 

প্রাপ্ত-বয়স্ক নারী-পুরুষ বিয়ে করার পর নব দম্পতিকে শুভেচ্ছা জানানোর প্রচলন রয়েছে সমাজে। বর্তমানে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের খবর জানাতেই শুভেচ্ছা জানানোর হিড়িক পরে যায়। সবাই নতুন দম্পতির সুন্দর জীবন কামনা করে দোয়া করেন। ইসলামের প্রথম যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজেও নব দম্পতির জন্য দোয়া করতেন।

এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহিত ব্যক্তিকে অভিনন্দন জানিয়ে বলতেন-

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন’ 

অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’  (আবু দাউদ, হাদিস : ২১৩০, তিরমিজি, মিশকাত)

কোরআনে বিয়ের গুরুত্ব

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা বিয়েহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ কর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাদের বিয়ে করার সামর্থ্য নেই, তারা যেন সংযম অবলম্বন করে; যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেন।’ (সূরা নুর : ৩২-৩৩)

বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ -(সহিহ আল-জামিউস সাগির ওয়া জিয়াদাতুহু, হাদিস : ৬১৪৮; তাবরানি, হাদিস : ৯৭২; মুসতাদরাক হাকিম, হাদিস : ২৭২৮)

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: