শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মক্কা-মদিনায় জুমআ পড়াবেন শায়খ বালিলাহ ও আল-কাসিম

মক্কা-মদিনায় জুমআ পড়াবেন শায়খ বালিলাহ ও আল-কাসিম

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে সবার জন্য জুমআর নামাজ পড়াকে উন্মুক্ত করা হয়েছে। হিজরি বছরের রবিউস সানি মাসের প্রথম জুমআ অনুষ্ঠিত হবে আজ। হারামাইন কর্তৃপক্ষ আজকের জুমআর জন্য দুইজন সম্মানিত ইমামের নাম ঘোষণা করেছেন।

২০ নভেম্বর মোতাবেক রবিউস সানির প্রথম জুমআ অনুষ্ঠিত হবে আজ। হারামাইন কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী দুই পবিত্র মসজিদে জুমআর খুতবা প্রদান ও ইমামতি করবেন-

কাবা শরিফ : শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।
মদিনার মসজিদে নববি : শায়খ ড. আব্দুল মুহসিন আল কাসিম।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: