বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজিপুরে ভাসমান নৌকায় পাটের হাট

কাজিপুরে ভাসমান নৌকায় পাটের হাট

সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলে ঐতিহ্যবাহি নাটুয়ারপাড়ায় নৌকায় পাটের হাট বসানো হয়েছে। থৈ থৈ বন্যার পানিতে ডুবে গেছে হাটের জায়গা । আশপাশের কোন উঁচু স্থান নেই যেখানে বিকল্প হাট বসানো যায়। সপ্তাহে বুধ ও শনিবার উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের মধ্যে গুরুতর্পূণ এই হাটটি বসে। ভৌগোলিক কারণে নদী বেষ্টিত হওয়ার কারণে হাটটি  চরবাসিসহ অত্র এলাকার লোকজনের নিকট ব্যাপক গুরুত্বপূর্ণ।  গত শনিবার সরেজমিনে  নাটুয়ারপাড়া হাটের  গিয়ে দেখা যায় প্রায় এক কিমিঃব্যাপী নৌকায় ভাসমান পাটের হাটে বসেছে। হাটের ইজারাদার উপজেলা আ’লীগ সভাপতি শওকত হোসেন জানান, বন্যাজনিত কারণে হাটের স্থান ডুবে যাওয়ায়  নৌকার উপরই পাটের ক্রয়- বিক্রয় হয়। হাটে  পাটের সরবরাহও অনেক বেশি।  গত হাটবারে ২ হাজার মন পাট কেনাবেচা হয়েছে। আজ এর পরিমান আরও বাড়বে বলে মনে হচ্ছে। প্রতিমন পাট মানভেদে ১৮শ থেকে ২৫শ টাকায় বিক্রি হচ্ছে। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: