মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

টানা বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে আমনের বীজতলা, চাষাবাদ অনিশ্চিত

টানা বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে আমনের বীজতলা, চাষাবাদ অনিশ্চিত

সংগৃহীত

টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে পটুয়াখালীর বাউফলে আমনের বীজতলা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার শতাধিক প্রান্তিক চাষি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে বাউফল উপজেলায় ৩৪ হাজার ৭১২ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,২০২ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা। কিন্তু গত কয়েক দিনের অব্যাহত বর্ষণ ও জোয়ারের পানিতে ৫৬১ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় চাষিরা জানান, বৃষ্টির পানি এবং নদীর জোয়ারে জমিগুলো এখনো তলিয়ে আছে। এতে বীজতলার ধানের বীজ পচে গেছে। কেউ কেউ একাধিকবার বীজতলা করেও ক্ষতির মুখে পড়েছেন।

চর কালাইয়া গ্রামের চাষি ওলিউল্লাহ বলেন, দুইবার বীজতলা করলাম, দুইবারই পানিতে নষ্ট হয়ে গেল। এখন আবার নতুন করে বীজ রোপণ করতে হবে। চাষি খোকন প্যাদা বলেন, দুই মণ ধানে বীজতলা করেছিলাম, সব পচে গেছে। এখন আর বীজও নেই। সরকার যদি সহায়তা না করে, তাহলে জমি অনাবাদী থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের অনেক বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছি। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, চাষিদেরকে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় জলাবদ্ধতা রয়েছে, সেখানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা