বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পরিচয় মিলেছে ৮ টুকরা লাশের

পরিচয় মিলেছে ৮ টুকরা লাশের

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকো উদ্ধার হওয়া  মস্তকবিহীন আট টুকরা মৃতদেহের পরিচয় পেয়েছে পুলিশ।

হতভাগ্য ওই ব্যক্তির নাম মেহেদি হাসান টিপু। সে যশোরের বাঘারপাড়া থানাধীন অন্তরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে। আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী স্বপ্না বেগম মৃতদেহটি সনাক্ত করেন। পাশাপাশি আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক  মনিরুজ্জামান মোল্লা জানান, গত ৯ নভেম্বর থেকে নিখোঁজ থাকা টিপুর স্বজনরা থানায় লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন। নিহতের স্ত্রী মৃতদেহটি সনাক্ত করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিক নামের একজনকে আটক করে পুলিশ। আটক মানিক মুঠোফোনের মাধ্যমে  মেহেদী হাসানকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অপহরণের রাতেই মেহেদী হাসানকে হত্যা করা হয়েছে। তবে এখনও নিহতের মাথার খোঁজ পাওয়া যায়নি।

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে সড়কের পাশে থেকে পলিথিনে মোড়ানো মাথাবিহীন ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: