রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শ্রীলংকায় বোমা হামলায় ব্যাপক প্রাণহানিতে এরশাদের শোক

শ্রীলংকায় বোমা হামলায় ব্যাপক প্রাণহানিতে এরশাদের শোক

শ্রীলংকায় গীর্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

রোববার এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মানবতা বিরোধী এমন জঘন্য ও কাপুরোষিত হামলার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন। 

বিরোধী নেতা শোকবার্তায়, শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশীদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করেছেন। শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধও করেছেন বিরোধীদলীয় নেতা এরশাদ। 

অনুরুপ আরেক শোকবার্তায় জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং বিরোধী চীফ হুইপ, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: