শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিরোধী দলের ভূমিকায় ১৪ দলের শরিকরা: মোহাম্মাদ নাসিম

বিরোধী দলের ভূমিকায় ১৪ দলের শরিকরা: মোহাম্মাদ নাসিম

আনুষ্ঠানিকভাবে বিরোধী দল না হলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে ১৪ দলের শরিকরা। এই কথা গুলো বলেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

রাজধানীর বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন। 

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের শরীকরা সংসদে সরকারের ভুল ত্রুটি সমালোচনা করবেন, তারা গঠনমূলক আলোচনা করবেন। তারা সংসদ এবং সংসদের বাহিরে অনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের ভূমিকা পালন করবেন।’

তিনি বলেন, ‘সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এ লক্ষ্যেই বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলের নেতারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: