বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ধান ক্রয়ে সহযোগিতা করতে কৃষক লীগের কমিটি গঠনের নির্দেশ

ধান ক্রয়ে সহযোগিতা করতে কৃষক লীগের কমিটি গঠনের নির্দেশ

বোরো ধান ক্রয়ে কৃষকদের সহযোগিতা করা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা পর্যবেক্ষণ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কৃষক লীগ।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত ওই চিঠি গত রোববার সংগঠনের জেলা উপজেলা পর্যায়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় সরকার ২০২০ সালে সারা বাংলাদেশে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান কৃষকের কাছ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন।

চিঠিতে আরও বলা হয়, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে সাত সদস্যবিশিষ্ট কৃষকলীগের অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে ফোন নম্বারসহ তালিকা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অথবা দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক অথবা অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ