শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাছিরের জায়গায় রেজাউল তাপসের আসনে মহিউদ্দিন

নাছিরের জায়গায় রেজাউল তাপসের আসনে মহিউদ্দিন

ঢাকা-১০ আসনে শেখ ফজলে নূর তাপসের উত্তরসূরী হয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং (চসিক) নির্বাচনে মেয়র পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে, ঢাকা-১০ আসনে মোট ১০ জন, গাইবান্ধা-৩ আসনে ২৫ জন, বাগেরহাটের-৪ আসনে ১১, বগুড়া-১ আসনে ১৯ এবং যশোর-৬ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ২০ জন দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় ৮ ফেব্রুয়ারি থেকে  শুরু করে মনোনয়ন বিতরণ ও জমা নেয়া চলে ১৪ ফেব্রুয়ারি বিকেলে পাঁচটা পর্যন্ত।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: