মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সংগৃহীত

সলঙ্গায় ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানারকাশিরাম গুড়াতিপাড়া এলাকার মফিজুল ইসলাম, একই উপজেলার সুতিধার এলাকার রবিউল ইসলাম এবং সুমন মিয়া।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাগীচাপাড়া গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২৮১ বোতল ফেন্সিডিলসহ ঐ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই একটি ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ: