
সংগৃহীত
কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজটমুক্ত রাখতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে কঠোর অবস্থানে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল থেকে হাটিকুমরুল গোলচত্তরে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ থাকলেও নেই যানজট।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ছাড়াও মোবাইল টিম, পেট্রল টিম ও কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন।
যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি নেই যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ এম এ ওয়াদুদ জানান, সকাল থেকে সময়ের ব্যবধানে যানবাহনের চাপ বাড়ছে।তবে এই মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। এছাড়াও মহাসড়কের পার্শ্ব রাস্তাগুলো আটকে দেওয়াসহ মহাসড়ক নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।