শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব পালনে হেনরী এমপি

সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব পালনে হেনরী এমপি

সংগৃহীত

"আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি – সুখের উল্লাসে" এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৫ মে ) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠান মালার শুরুতে বনার্ঢ়্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাসানী মিলনায়তন এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক আওয়ামীলীগ নেতা ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শামীম তালুকদার লাবু। এসময়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ,সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু,রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ স্কাউটার মো.সাইফুল ইসলাম, উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো.রফিকুল ইসলাম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু,নজরুল গবেষক ও নজরুল ব্যক্তিত্ব সালামত আলী,ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্কাউটার মো.সাজেদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, অরুনিমা সংগীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী,নাট্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ,নাট্য ফেডারেশনের যুগ্ম- সাধারণ সম্পাদক মো.হোসেন আলী ছোট্ট,সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর,প্রথম আলো বন্ধু সভা সভাপতি প্রদীপ সাহা,দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়,দৈনিক দেশ চিত্র জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ: