শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী কবিতা উৎসব মেলার উদ্বোধনে হেনরী এমপি

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী কবিতা উৎসব মেলার উদ্বোধনে হেনরী এমপি

সংগৃহীত

সিরাজগঞ্জে প্রতিধ্বনি আবৃত্তি উদ্যোগে ২ দিনব্যাপী কবিতা উৎসব মেলার উদ্বোধন করা হয় মোমবাতি প্রজ্জ্বলিত করে এবং কবিতা আবৃত্তি মাধ্যমে।

শুক্রবার সিরাজগঞ্জ শহরের বিএ কলেজ রোডস্থ সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উক্ত “কবিতা উৎসব - ২০২৪" অনুষ্ঠানের উদ্বোধন করেন, তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের প্রধান পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্য বলেন, আজ যারা শিশু - কিশোর,কিশোরী তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এজন্য ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের প্রতিটি সন্তানকে সু-শিক্ষা দানের পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করাতে হবে। সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মুরাদ সিরাজগঞ্জ সরকারি ম্যাটস এর এক্স প্রিন্সিপাল ডাঃ মোঃ আব্দুর রশিদ, বিশিষ্ট চিকিৎসক ও আবৃত্তিকার ডাঃ কে,এইচ, মুরাদ, উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা জগলুল চৌধুরী, সিরাজগঞ্জ নজরুল একাডেমি সিরাজগঞ্জের সভাপতি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, আবৃত্তিকার হেলাল আহমেদ , নজরুল একাডেমী সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন, সিরাজগঞ্জের সভাপতি সূর্য বারী, স্বপ্ন দুয়ারের সভাপতি মোঃ মামুন ছালাম, তরুণ সম্পাদয় সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি, প্রবীণ সাংবাদিক, কবি খ. ম. একরামুল হক, রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, সংগীত শিল্পী নূরুল হুদা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র সিরাজগঞ্জের সভাপতি ও আবৃত্তিকার, উপস্থাপিকা তাহমিনা কলি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তিকার এ.কে আজাদ।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন - হাজেরা সম্পা, আফরেদী স্বপ্না, বিচিত্রা, ফাতেমা, পলি, লুবাবা, শশী, নুরুন্নবী ইসলাম কাব্য সহ অন্যান্যরা এ সময়ে অনুষ্ঠানে কবি, আবৃত্তিকার, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন,গুণীজনেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ: