শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শাহজাদপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাদপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহীত

শাহজাদপুর দুর্নীতি প্রতিরাধ বিষয়ক বিতর্ক প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুম আলাচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহাদৎ হোসেন, শিক্ষক আনায়ার হোসেন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, সাংবাদিক সাগর বসাক, আব্দুল কুদ্দুস প্রমুখ। ফাইনাল রাউন্ড তালগাছী আবু ইসহাক উচ বিদ্যালয় ও শাহজাদপুর পাইলট বালিকা উচ বিদ্যালয় দুটি স্কুল অংশ গ্রহণ করে।

এতে তালগাছী আবু ইসহাক উচ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। এই স্কুলটি পর পর তিনবার প্রথম স্থান অর্জন করায় প্রধান শিক্ষক পারভেজ আক্তারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় ।

শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হন এবং বিশেষ পুরস্কার পান বালিকা উচ বিদ্যালয়ের তাছলিন বিনত ইসলাম। মডারেটর দ্বায়িত্ব ছিলেন প্রফেসর আজাদ রহমান। বিচারকের দ্বায়িত্ব ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মমতাজ মহল, ফজলুল হক ও সাহেব আলী সরকার।

সর্বশেষ: