শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তাড়াশে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাড়াশে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ মে) শনিবার সকালে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর (২য় ধাপ) উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, পিপিএম বিপিএম (বার),
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং রিটার্নিং কর্মকর্তা গণপতি রায়, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, উল্লাপাড়া সার্কেল সহ পুলিশ সুপার অমৃত সূত্রধ,তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম সহ আরো অনেকে।

ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালয় সুষ্ঠু সুন্দর ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করে ইভিএম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে সকলকে সততার সাথে কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন। নির্বাচনে কোন ব্যক্তি বিশেষ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে সকলকে কঠোর হয়ে নির্বাচনী কর্তব্য পালনের নির্দেশ প্রদান করেন। কোন প্রার্থী প্রভাব বিস্তারের চেষ্টা করলে রিটার্নিং অফিসার জেলা প্রশাসককে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি বক্তব্য পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, পিপিএম বিপিএম (বার) বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। আইন-শৃঙ্খলা পরিপন্থী বা বিশৃঙ্খলা পরিস্থিতি কোন পক্ষ যাতে সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রশাসন কঠোর কবে দায়িত্ব পালন করবে। স্বচ্ছ সুন্দর নির্বাচনের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কেন্দ্র সমূহের টহলসহ অতিরিক্ত পুলিশ কর্তব্যে নিয়োগ থাকবেন। কেন্দ্রের নিরাপত্তা শতভাগ নিশ্চিতের জন্য পুলিশ কাজ করবেন।

সর্বশেষ: