বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চৌহালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ উদ্বোধন

চৌহালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ উদ্বোধন

সংগৃহীত

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলার খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার । উপজেলা নির্বাহী কর্মকর্তা   মাহবুব হাসানের সভাপতিত্বে প্রাণিসম্প্রসারণ অফিসার কৃষিবীদ ডাঃ জান্নাতী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ রিফাত, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রোগ্রামার স্বম্পা কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম ৷ মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৩৬টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামারিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শণী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শণ করা হয়।