মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চৌহালীতে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালীতে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষের বিশাল আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণীল সাজ-সজ্জায় সজ্জিত হয়ে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব হাসান – উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী, অতিথি হিসাবে উপস্থিত ফারুক হোসেন -চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোল্লা বাবুল আক্তার- ভাইস চেয়ারম্যান , নাসরিন আক্তার -মহিলা ভাইস চেয়ারম্যান , শ্যামল কুমার দত্ত- অফিসার ইনচার্জ চৌহালী থানা , গিয়াস উদ্দিন পরিবার পরিকল্পনা কর্মকর্তা , হেকমত আলী -প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , শামীম জাহিদ তালুকদার- মহিলা বিষয়ক কর্মকর্তা , জান্নাতি খাতুন- প্রানিসম্পসারণ কর্মকর্তা , মো. শফিকুল ইসলাম শফিক জেষ্ঠ ক্ষেত্র সহকারি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা ও আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুধিজনসহ গণমাধ্যম কর্মীগণ।

মাহবুব হাসান বলেন, অতীতে বাংলা নববর্ষের মুল উৎসব ছিল হালখাতা। গ্রামে- গঞ্জে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পরোনো হিসাব-নিকাশ সম্পন্ন করে নতুন হিসাবের খাতা খুলতেন।
চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়। আমাদের মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙ্গালীর অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহি:প্রকাশ ঘটতে থাকে।

এদিকে সারাদিন ব্যাপী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক অংগ সংগঠনের অনুষ্ঠান উপজেলায় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর