শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা

সংগৃহীত

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে।

এ খেলায় স্থানীয় খেলোয়াড় ছাড়াও আশপাশের জেলা থেকে বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করে। এ খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।খেলায় অংশগ্রহণকারী শুকুর আলী বলেন, আগে আমরা প্রায়ই এ খেলা খেলতাম। এখন এ খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে।

এ খেলাকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আশাকরি এ বিষয়ে সরকার ও ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসবেন। দর্শক সবুজ সরকার বলেন, ছোটবেলায় এ খেলা অনেক দেখেছি। এখন আর দেখা যায় না। খাদুলী মানবসেবা ফাউন্ডেশন এ খেলার আয়োজন করায় আমরা খুব খুশি। এ খেলার আয়োজন করতে পেরে আয়োজকবৃন্দও খুশি বলে জানিয়েছেন।

সর্বশেষ: