শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জের বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

সিরাজগঞ্জের বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

সংগৃহীত

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের অপারেশন থিয়েটার। ছবিটা আজ দুপুরে তোলা।  সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রতিষ্ঠার ছয় বছর পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম। 

এদিন উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

সিজারিয়ানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জুনিয়ার কনসালটেন্ট গাইনি চিকিৎসক ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি পিংকি রানী সাহা, আবাসিক মেডিকাল কর্মকর্তা সুদ্বীপ সরকার, শারমিন আক্তার মিতু উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এই প্রথম অপারেশন থিয়েটার (অটি) চালু হয়েছে। এতদিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। 

 ২০১৮ সালে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট।    

সর্বশেষ: