বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

২৫ মার্চের কালো রাত্রি স্মরণে তাড়াশে এক হাজার মোমবাতি প্রজ্বলন

২৫ মার্চের কালো রাত্রি স্মরণে তাড়াশে এক হাজার মোমবাতি প্রজ্বলন

সংগৃহীত

একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জের তাড়াশে এক হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) রাত ৭টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনায়ে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান, তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম, তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাক, তাড়াশ শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, তাড়াশ উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম মনিরুজ্জামান, তাড়াশ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস প্রমূখ।

এ সময় অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল। কিছুটা সময়ের জন্য এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয় উপজেলা পরিষদ চত্তরে।