
সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। মঙ্লবার বিকালে উল্লাপাড়া পাবনা-বগুড়া মহাসড়কের আর এস এলাকা থেকে বিভিন্ন চোরাই মালামালসহ খান এন্টারপ্রাইজের একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৬১৪) আটক করা হয়।
আটকেরা হলেন পাবনার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল বাতেন (৩৭), একই উপজেলার বক্কারপুর গ্রামের তয়জাল সেখের ছেলে মন্টু সেখ (৪৫), বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের সোবহান ফকিরের ছেলে ফিরোজ ফকির (৫০), একই উপজেলার বিশালিকা গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৯)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রাকটিতে চোরাই তামার তার, পিতলের হাড়ি-পাতিল, বদনা, পল্লীবিদ্যুতের ইলেকট্রিক সরঞ্জামাদি, অ্যালুমিনিয়ামের বাসনকোসন, প্লাস্টিকের গুড়া ও পলিথিন ছিলো। এসব মালামাল উদ্ধার পর জব্দ করা হয়েছে।