শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সিরাজগঞ্জে মৌসুমি আগাম সাড়াদান প্রকল্প এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মৌসুমি আগাম সাড়াদান প্রকল্প এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সংগৃহীত

বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) এর সহায়তায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র অধীনে বাস্তবায়নকৃত মৌসুমি বন্যায় আগাম সাড়াদান প্রকল্প ২০২৪ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এনডিপি’র প্রধান কার্যালয়ের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনডিপির পরিচালক, প্ল্যানিং এন্ড রিসোর্স মোবিলাইজেশন ড. এবিএম সাজ্জাদ হোসেন।

ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ফোকাল পারসন ও এনডিপির মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগের উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলপুচি ও চৌহালী উপজেলার ৪৮ টি ইউনিয়নে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ১ জন জেলা সমন্বয়কারী, ১ জন গঊঅখ অফিসার, ৩ জন উপজেলা সমন্বয়কারী এবং ১৮ জন ফিল্ড ফ্যাসিলেটেটর নিয়োগ দেয়া হয়েছে।

সর্বশেষ: