বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের বেলকুচিতে পোশাক শ্রমিকদের নিয়ে পিঠা উৎসব

সিরাজগঞ্জের বেলকুচিতে পোশাক শ্রমিকদের নিয়ে পিঠা উৎসব

সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে তৈরি পোশাক কারখানায় সকল কর্মচারী কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে জমকালো এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূবানী ফ্যাশন লিমিটেডের আয়োজনে পোশাক কারখানার শ্রমিকদের হাতে বানানো দুই শতাধিক বাহারি রকমের পিঠা নিয়ে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্ভোধন করেন পূর্বানী গ্রুপ ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার। এসময় তিনি বলেন, আমাদের অনেক শ্রমিক কাজের কারণে তারা পরিবারের অনেক পিঠা পর্বন অনুষ্ঠানে অংশ নিতে পারেনা। তাই তাদের কাজের উৎসাহ প্রদানের লক্ষ্যে ও বাঙালীর ঐতিহ্য পিঠার সাথে পরিচিতি ধরে রাখতে আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি কারখানার মালিকরা এমন আয়োজন করলে শ্রমিকদের মাঝে অনেক উৎসাহ পাওয়া যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পূর্বাণী ফ্যাশনের ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন সাইদুর রহমান, সিনিয়র এজিএম প্রশাসন রাহাত খান, জেনারেল ম্যনেজার মার্কেটিং তানজিমুল হক, এজিএম শামিম আহম্মেদ, আসিফ আহসান সহ আরো অনেকে।