বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

উল্লাপাড়ায় তিন ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

উল্লাপাড়ায় তিন ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইসেন্স এবং পরিবেশ ছাড় পত্র না থাকা ও ফসলী জমিতে ইট তৈরিতে তিন ইট ভাটা মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ আদালত পরিচালনা করেন।  

ইট ভাটা  তিনটি হলো , সদর উল্লাপাড়া ইউনিয়নের গজারিয়ায় মোঃ জহুরুল ইসলামের মালিকানাধীন পিবিসি ইট ভাটা, চৌকিদহ ব্রিজ সংলগ্ন মোঃ আবু হানিফের আয়েশা ইট ভাটা এবং ভেন্নাবাড়ীর মোঃ ফরজ আলীর এফ এন্ড এফ ইট ভাটা। এসময় প্রতিটি ইট ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ: