শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বেলকুচিতে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণসমাবেশ

বেলকুচিতে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণসমাবেশ

সংগৃহীত

শনিবার, বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে বেলকুচির রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজার ও বড়ধূল ইউনিয়নের আলহাজ¦ মজিরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন গাছচাপরি বাজারে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গণসমাবেশ এর আয়োজন করা হয়।

এতে গ্রামগুলোর সদস্যরা বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। গণসমাবেশে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, নারীদল, পুরুষদল, যুবদল ও উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়ন এবং রাজাপুর ইউনিয়নের ২৮টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ: