বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চেক জালিয়াতির মামলায় উপজেলা নারী পদপ্রার্থী সুমাইয়া গ্রেফতার

চেক জালিয়াতির মামলায় উপজেলা নারী পদপ্রার্থী সুমাইয়া গ্রেফতার

উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুমাইয়া পারভীনকে পুলিশ রোববার দুপুরে গ্রেফতার করেছে। সুমাইয়া উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা। তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়।

 উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ ইব্রাহীম জানান, সুমাইয়ার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে ব্যাংকের চেক জালিয়াতির একটি মামলা (সিআর-২১৯/১৮) রয়েছে। এই মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। সুমাইয়া এবছর উল্লাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে নিবার্চন করছেন। উচ্চ আদালতে এই নিবার্চন সংক্রান্ত কয়েক দফা মামলার কারণে এই পদের নিবার্চন এখনও স্থগিত হয়ে আছে। নারী ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়ার একমাত্র প্রতিদন্দ্বী প্রার্থী হলেন, উল্লাপাড়া মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম কবিতা।

আলোকিত সিরাজগঞ্জ