বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের দোয়া

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের দোয়া

পারমাণু বিজ্ঞান জগতের বিষ্ময়, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার দশম মৃতু্যূবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এক আলোচনা ও মিলাদের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে জোটের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম। আলোচনায় অংশ নেন সংগঠনের নেতাকর্মিগণ। এসময় শেখ শাহ আলম বলেন,‘ ওয়াজেদ মিয়ার গবেষণা দেশের গন্ডি পেরিয়ে বাইরেও সমাদৃত হয়েছে। তিনি দেশের জন্যে নিরলস কাজ করে গেছেন। প্রধানমন্ত্রির স্বামী হিসেবে তিনি কখনই আত্মতৃপ্তিতে ভোগেননি। বরং তিনি পরামাণু চিকিৎসায় বিশেষ অবদান রেখে গেছেন। ’ পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোকিত সিরাজগঞ্জ