বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজিপুরে ইলিশ ধরা বন্ধ থাকায় ২০ জেলে পেলো বকনা বাছুর

কাজিপুরে ইলিশ ধরা বন্ধ থাকায় ২০ জেলে পেলো বকনা বাছুর

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নিষিদ্ধ ইলিশ ধদা বন্ধ থাকায় প্রান্তিক ২০টি জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনার আওতায় ২০২২ ও ২৩ অর্থ বছরে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এটি বিতরণ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ কাজিপুর। আরো উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ হক, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ সহ সুবিধাভোগী জেলে ।

সুবিধাভোগী মহাদেব হাওয়ালদার বনেল , সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করায় নদীতে মাছ ধরিনা, সংসার চালাতে কষ্ট হয়। তাই আমাগোরে বাছুর গরু দিছে ,সংসারের আয় উন্নতি করার জন্য।

আরেক জেলে নজরুল বলছেন, মাছ ধইর‍্য খাই, গরিব মানুষ, জোনার আদি কিনব্যর পারিনা, বাছুর গরি পাইল্য আয় বরকত কইর‍্য খানু।

আলোকিত সিরাজগঞ্জ