বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন, বেলকুচিতে অভিভাবকদের ইনু

সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন, বেলকুচিতে অভিভাবকদের ইনু

অভিভাবকদের উদ্দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষিত করবেন। একজন ছেলে বা মেয়ে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তবে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। তারা এদেশ তথা জাতির কল্যাণের জন্য আগামীতে কাজ করবে।

বৃহস্পতিবার (৫ মে) সিরাজগঞ্জের বেলকুচিতে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, এদেশ স্বাধীনের জন্য পুরুষরা করেছেন প্রাণ বাঁচানো ও দেশ বাঁচানো যুদ্ধ আর নারীরা করেছেন দেশ, প্রাণ ও নিজের সম্ভ্রম বাঁচানোর যুদ্ধ। দেশের স্বাধীনতার জন্য নারীরা যে ত্যাগ স্বীকার করেছেন তা বাঙালি জাতি শ্রদ্ধাভরে চিরকাল স্মরণ করবে। আমি ব্যক্তিগতভাবে নারীদের সর্বোচ্চ মূল্যায়ন করি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ফজলুল হক সরকার, তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলার রহমান তালুকদার প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ