বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

রায়গঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রায়গঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লিগের সভাপতি জিন্নাহ আল মাটি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোকিত সিরাজগঞ্জ