বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চৌহালীতে সভাপতি শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

চৌহালীতে সভাপতি শিক্ষকদের  দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি  এবং প্রধান শিক্ষাকদের বিদ্যালয় পরিচালনার দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সিরাজগঞ্জের চৌহালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) কোদালিয়া  পশ্চিম পাড়া দাখিল মাদরাসায় মাধ্যমিক শিক্ষা অফিসার এম, এ আরিফ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার , উপজেলা একাডেমিক সুপারভাইজার মো, খালিদ মাহমুদ, জাইকা প্রতিনিধি কালীকৃষ্ণ, অধ্যক্ষ নুরুজ্জামান বাদশা, সুপার মাও মোঃ মুজাম্মেল হক, অধ্যক্ষ আঃ গফুর প্রমুখ।

মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সভাপতি ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার প্রসার সহ  সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোকিত সিরাজগঞ্জ