শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে প্রথম দিনে ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

সিরাজগঞ্জে প্রথম দিনে ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১ লা ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা পরিষদে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকা প্রদান করা হয়। সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. শামসুল হক জানান, উৎসব মুখর পরিবেশে বিএল উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত টিকা নেয়ার পর কোন শিক্ষার্থী অসুস্থ হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সির্ভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, ফাইজারের এই টিকাটি আমেরিকা, ইউরোপসহ অন্যান্য দেশে দেয়া হচ্ছে। এটি অনেক বেশি নিরাপদ। আমরা চাই, আমাদের শিশুরাও নিরাপদে থাকুক। তারা স্কুলে আসছে, তারা যেন করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকে। এজন্য ফাইজারের এই টিকাটি আমাদের শিশুদের প্রদান করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, আমরা প্রাথমিকভাবে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে টিকা দিবো। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে টিকা প্রদানের আওতায় আনা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: