বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির ওসি

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির ওসি

৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ সিরাজগঞ্জের চৌহালীতে এক শিক্ষার্থী ও তার গর্বিত পিতা মাতাকে ফুল দিয়ে অভিনন্দন এবং মিষ্টি মুখ করিয়েছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। জানা গেছে, ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সদ্য উত্তীর্ণ হওয়া ওই ১জন শিক্ষার্থী হলেন সাইফ আল দীন ওরফে শহীদ। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ পুলিশ ভেরিফিকেশনে ফুল ও মিষ্টি নিয়ে তার বাড়ি পৌঁছে কৃতি শিক্ষার্থী ও তার গর্বিত পিতা-মাতাকে অভিনন্দন জানান।

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৪২তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এই উপজেলায় ১জন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি এবং তার পরিবারের সকলেই গর্বিত। তাই নিজ থেকে তাকে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তার বাড়িতে হাজির হয়েছি।

আলোকিত সিরাজগঞ্জ