বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২য় দিনে চৌহালীর যমুনায় জাল শুন্য

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২য় দিনে চৌহালীর যমুনায় জাল শুন্য

সরকার ঘোষিত ইলিশ সম্পদ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাত করা নিষেধ। এ সময়ে চৌহালীর যমুনা নদীতে কোনো জেলেকে ইলিশ ধরতে দেখা যায়নি।

মঙ্গলবার সকালে সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলা প্রশাসন বেশ তৎপর রয়েছে। এসময় কোনো জেলেকে নদীতে নামতে দেখা যায়নি।
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞার ২য় দিনের কার্যক্রম সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, মাইকিং, সচেতনতা সভা, লিফলেট বিতরণ সহ উপজেলা টাস্কফোর্স কমিটির জোর প্রচেষ্টায় জেলেরা প্রজনক্ষম ইলিশ রক্ষায় সচেতন রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান (অ.দা) জানান, ইতিমধ্যেই জেলেদের ভিজিএফ বরাদ্দ দেয়া হয়েছে, খুব শিঘ্রই বিতরণ শুরু করা হবে। মা ইলিশ আহরণে বিরত থাকার জন্য সবাইকে জানানো হয়েছে। আজ পর্যন্ত কোন জাল নদীতে দেখা যায় নাই। নজরদারী আছে, কেউ আইন অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। আইন ভঙ্গকারী কাউকেই ছাড় দেয়া হবে না। ইলিশ আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষার্থে ২২ দিন আইন প্রয়োগকারী সংস্থাসহ আমি নদীতে থাকব। ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করছি।

আলোকিত সিরাজগঞ্জ