বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ শহরে মাস্ক না পড়ায় ২৫ জনের অর্থদন্ড

সিরাজগঞ্জ শহরে মাস্ক না পড়ায় ২৫ জনের অর্থদন্ড

সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় সিরাজগঞ্জে ২৫ জনকে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমাণ  আদালত। এ ছাড়া শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই)  সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বাজার  স্টেশন , এস এস রোড, কাঠের পুল সহ  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অর্থ দন্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬ টি মামলায়  ২৫ জনকে ৪ হাজার ২ শত ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক জানান, জনগণকে কারোনাভইরাস মোকাবিলায় আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা, পেশকার  জাহাঙ্গীর  আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আলোকিত সিরাজগঞ্জ