বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকারি নির্দেশনা অমান্য করায় কাজিপুরে ১০ জনের অর্থদণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করায় কাজিপুরে ১০ জনের অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে চলমান কঠোর লকডাউন মানছেন না অনেকেই। আর স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ১০টি মামলায় ১০ জনকে বিভিন্ন অঙ্কে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছে।

রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘাই, ছালাভরা, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা, সোনামুখী, মাথাইলচাপড় ও আলমপুর চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, জনসমাগম করা ও দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন অঙ্কে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিধি নিষেধ মানার জন্য  জনগণকে অনুরোধ করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

 

আলোকিত সিরাজগঞ্জ