রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

উল্লাপাড়ায় হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সানোয়ার হত্যা হওয়ার এক বছর পর হত্যা মামলা দায়ের । মামলা হওয়ার পর চাঞ্চল্যকর ওই সানোয়ার হত্যা মামলার ৪ আসামি কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সলঙ্গা থানার চরগোজা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া উপজেলার চরবেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হিরা (২৬),ছোলেমানের ছেলে শরিফ (৩৮),আমজাদের ছেলে মাহমুদুল (২৭), ইসমাইলের ছেলে রুবেল (২৯),। এসময় তাদের কাছে থেকে ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস রবিবার সাংবাদিকদের জানান,গত ২০২০ সালের ৮ জুলাই সলঙ্গা থানার চরগোজা গ্রামের আলিমুদ্দির ছেলে সানোয়ার হোসেন নিখোঁজ হয় । তার নিখোঁজের হওয়ার ৩ দিন পর উপজেলার কয়ড়া সড়াতলা সূর্য্য নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । লাশের পড়নে থাকা কাপড় দেখে প্রাথমিক ভাবে সনাক্ত করে তার পরিবার । সেই পেক্ষিতে উল্লাপাড়া মডেল থানায় গত ১১ জুলাই/২০২০ ইং তারিখে একটি জিডি করা হয় ৷ পরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয় ।

মৃত ব্যক্তির ডি,এন,এ রিপোর্ট আসে এক মহিলার । পরে বিজ্ঞ আদালতের আদেশে মৃত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে তার দুই ছেলের ডি এন,এ এবং মৃত ব্যক্তির ডি,এন,এ রিপোর্ট পুনরায় পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় । পরবর্তীতে ওই মৃত ব্যক্তির ডি,এন,এ এবং তার জমজ দুই ছেলের ডি,এন,এ পরীক্ষার রিপোর্ট মিলে যায় ।

গত ৭ জুলাই/২০২১ইং তারিখে ডি,এন,এ রিপোর্ট পাওয়ার পরে মৃত ব্যক্তির স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে গত ৮ জুলাই/২০২১ ইং তারিখে উল্লাপাড়া মডেল থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে । ওই মামলার প্রেক্ষিতে গত শনিবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

ওসি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সানোয়ার হত্যার কথা স্বীকার করে বলেন, পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রবিবার আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ জেলে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ