রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চৌহালীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

চৌহালীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবারো সাহেদ আলী নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৪ জুলাই) দুপুরে চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত সাহেদ আলী চৌহালী উপজেলার বেতিল গ্রামের বাসিন্দা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান জানান, চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের উড়াপাড়া, ইজারাপাড়া, মৌহালী এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করছিল একটি চক্র।

১৭ জুন সেখানে অভিযান চালিয়ে ৮ বালু ব্যবসায়ীকে আটকের পর ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  
একই স্থানে রোববার আবারও বালু উত্তোলন করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সাহেদ আলী নামে এক ড্রেজার মালিককে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়, এনায়েতপুরের একদিকে চলছে নদীভাঙন। অপরদিকে গত দেড় মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এলাকাবাসী বার-বার নিষেধ করলেও তারা মানছিলেন না। ১৭ জুন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর তিন-চারদিন পর আবারও বালু উত্তোলন শুরু করেছে ওই চক্রটি।

এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টার জানান, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন।

চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান জানান, অবৈধভাবে যমুনা থেকে বালু তুলতে দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।  

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ