বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ‘সওজ’ কতৃক সহস্রাধিক অবৈধ ব্যবস্থাপনা উচ্ছেদ

শাহজাদপুরে ‘সওজ’ কতৃক সহস্রাধিক অবৈধ ব্যবস্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তর ‘সওজ’ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহ’র নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

সোমবার (২১ জুন) সকাল থেকে দিনভর বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন শাহজাদপুর উপজেলার পারকোলা বাজার, বিসিক বাসষ্ট্যান্ড ও বাঘাবাড়ী বাজার এলাকায় প্রায় সহস্রাধিক পাকা, আধাপাকা, টিনশেডসহ কাচা স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানসহ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগীতা করে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ ‘সওজ’ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ‘বগুড়া-নগরবাড়ী মহাসড়ক প্রশস্তকরণের লক্ষ্যে মহাসড়কের দুই পাশ ‘সওজ’র আওতাভুক্ত জমিতে থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ