সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সোনালী ইরি বোরো ধান কাটা শুরু

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সোনালী ইরি বোরো ধান কাটা শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা অঞ্চলে মাঠের সোনালী ইরি বোরো ধান কাটা শুরু হয়েছে। গৃহস্থ কৃষকেরা দিন যেতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছে। এখন ধান কাটা দিন মজুরদের চাহিদা বাড়ছে। সেই সাথে বাড়ছে মাঠের ধান কাটায় তাদের দিনের হাজিরার দাম। একজন ধান কাটা মজুরের দিনের মজুরি এখন বেড়ে ৪০০ টাকা হয়েছে। কৃষকেরা আশানুরূপ ফলন পাচ্ছেন।

তবে শিলাবৃষ্টিতে ধান ঝরেছে এমন মাঠগুলোয় কম হারে ফলন মিলছে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে । উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে ইরি বোরো ধান ফসল । উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা,হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন মাঠে আগাম করে এ ধান ফসলের আবাদ করা হয়েছে । কৃষকেরা জানায় চলমান আবহাওয়ায় রোদ তাপ বেশি হওয়ায় মাঠের ধান ফসল তাড়াতাড়ি পেকে উঠছে। উপজেলার বিভিন্ন মাঠে ইরি বোরো ধান কাটা শুরু করেছে কৃষকেরা ।

সরেজমিনে বেশ কটি মাঠ ঘুরে দেখা গেছে আগে পেকে উঠা  ব্রি-২৮ জাতের ধান কৃষকেরা কাটছে। এছাড়া দুএকটি মাঠে ব্রি-২৯ জাতের পাকা ধান কাটা হচ্ছে । নাগরৌহা মাঠে কৃষক আবু বক্কার, ছালাম মিয়াসহ আরো ক'জন কৃষক ব্রি-২৮ জাতের ধান কাটছেন। এদের একজন জানান একদিন আগে কাটা এ জাতের ধানের আশানুরূপ ফলন পেয়েছেন। বিঘা প্রতি প্রায় ২২  মণ হারে ধান হয়েছে। এছাড়া আরো কটি এলাকার কৃষকেরা বেশ ভালো হারে ফলন পাচ্ছেন বলে জানান।

এদিকে জগজীবনপুর, আঙ্গারু সহ আশেপাশের কটি মাঠে কোনো কোনো জমি থেকে কম হারে ফলন মিলছে । গত কদিন আগে শিলাবৃষ্টিতে ধান ঝড়ে যাওয়ায় কম হারে ফলন মিলছে বলে জানান কৃষকেরা। এদিকে এলাকার হাটগুলোয় কেনাবেচায় নতুন ধান উঠছে। পুরোপুরি শুকনো একমণ ধান এক হাজার আশি থেকে সাড়ে ১১০০  টাকা দরে বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে । উপজেলা কৃষি বিভাগ থেকে ধানের বাম্পার ফলনের আশা করা হচ্ছে ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ