বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকারি সহায়তা পেলেন কাজিপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জলিল

সরকারি সহায়তা পেলেন কাজিপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক জলিল

কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্রামের দরিদ্র কৃষক আব্দুল জলিলের গরুসহ গোয়াল ঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হওয়ায় নগদ অর্থ ও ঢেউটিন সরকারি মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

বুধবার ৩১ মার্চ সকালে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা ক্ষতিগ্রস্তেকে নগদ ৬হাজার টাকা ও ২ বান্ডেল ঢেউটিন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী ও মনসুর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মোহর।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুল জলিল জানায়, গত ২৬ মার্চ দুপুরে বসতভিটায় অগ্নিকাণ্ডে একটি বড় ষাঁড় গরুসহ ২টি গোয়াল ঘর পুড়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর বরাবরে লিখিত আবেদন করে এবং তিনি সদয় অনুভূতির সাথে বিবেচনা পূর্বক তিনি সরকারি মানবিক সহায়তা প্রদান করেন।

আলোকিত সিরাজগঞ্জ