রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তাড়াশে খিরার বাম্পার ফলন, খুশিতে মেতে উঠেছে কৃষক

তাড়াশে খিরার বাম্পার ফলন, খুশিতে মেতে উঠেছে কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে খিরা চাষ করে বাম্পার ফলন ও আশাতীত ভালো দাম পাচ্ছেন কৃষকরা। তারা প্রতিমণ খিরা পাইকারি বিক্রি করছেন ৬৫০ থেকে ৭০০ টাকায়। যা উৎপাদন খরচের চেয়ে তিনগুণ বেশি। অল্প সময়ে ও স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় খিরা চাষে আগ্রহী হয়ে উঠছেন নতুন নতুন কৃষক।

উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের কৃষক সাবান আলী, তহিদুল ইসলাম, রায়হান আলী ও মহারম হোসেন জানান, প্রতি বিঘা জমিতে খিরার আবাদ করতে তাদের ১২ হাজার টাকার মতো খরচ হয়েছে। অনুরূপ দাম পাওয়া গেলে বিঘা প্রতি ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকার খিরা বিক্রি করা যাবে।

সরেজমিনে শুক্রবার উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের খিরার আড়তে দেখা গেছে, কৃষকরা ইঞ্জিনচালিত ভ্যান ও ভটভটি করে আড়তে খিরা নিয়ে আসছেন।

আর নিকটবর্তী কৃষকরা খিরার বস্তা মাথায় করে আড়তে আসছেন। এসব খিরা পাইকারি কেনার জন্য ভির জমাচ্ছেন চট্রগাম, ঢাকা, বগুড়া, নাটোরসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।

আড়ত ঘিরে রাস্তার পাশে রয়েছে ডজন খানেক ট্রাক। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে খিরা বেচা-কেনা। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, ৩৫২ হেক্টর জমিতে রোগবালাই মুক্ত খিরার আবাদ হয়েছে। দামেও সন্তুষ্ট কৃষরা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ