বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রায়গঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

“মুজিব বর্ষের অঙ্গকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন ৮নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় গ্রাম পাঙ্গাসী বাজার চত্ত্বরে হাটপাঙ্গাসী বিট পুলিশিং এর সভাপতি মোজ্জামেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ ইমরান রহমান, অতিরিক্ত পুলিশ সুরাপ, রায়গঞ্জ সার্কেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস ছালাম সরকার, রায়গঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, গ্রাম পাঙ্গাসী ডিগ্রী কলেজের অধক্ষ্য মোঃ শামীমুর রহমান, ইন্সেপেক্টর (তদন্ত) জাকেরিয়া হোসেন, পাঙ্গাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাজ্জাদুর রহমান, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আতিক মাহমুদ আকাশ, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফজলুল করিম হিরা, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রায়হান জয় প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ। সমাবেশে জনসাধারনের মাঝে ৫ শতাধিক মাক্স বিতারণ করেন রায়গঞ্জ উপজেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হালিম তালুকদার।

আলোকিত সিরাজগঞ্জ