রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জ উপ: আ`লীগের সভাপতি জিন্নাহ, সা: সম্পাদক আবুল কালাম

রায়গঞ্জ উপ: আ`লীগের সভাপতি জিন্নাহ, সা: সম্পাদক আবুল কালাম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আব্দুল হাদি আল মাজি জিন্না ১৭১ ভোট পেয়ে পূণরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

প্রায় দীর্ঘ ৮ বছর পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু করা হয়।

রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ।

এসময় বক্তারা তৃণমূল কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় এবার উপজেলা আ’লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও কর্মীবান্ধব নেতা বেছে নিতে হবে।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি পদে আব্দুল হাদি আল মাজী জিন্নাহ ১৭১ ভোট পেয়েছেন পূণরায় সভাপতি নির্বাচিত হয় এবং সভাপতি পদে ইমরুল হোসেন তালুকদার ইমন পেয়েছে ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শরিফুল আলম শরীফ ১২৮ ভোট পেয়েছে। আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা আওয়ামীলীগ, মহিলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে ছিলো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ