বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তাড়াশে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

তাড়াশে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মাঝে সহায়তা প্রদান ও জেলা প্রশাসকের সাথে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, এনজিওকর্মী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকি, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসন সহ বিভিন্ন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরুন নবী।

আলোকিত সিরাজগঞ্জ