বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ক্ষতিকর রং দিয়ে ভেজাল ঘি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ক্ষতিকর রং দিয়ে ভেজাল ঘি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

শাহজাদপুর উপজেলা পোরজনা গ্রামে ভেজাল ঘি তৈরিতে ক্ষতিকারক রং ও ক্ষতিকারক উপাদান মেশানোর দায়ে পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

গোপান সংবাদদের ভিত্তিতে শনিবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে প্রদীপ ঘোষের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘিতে বিভিন্ন ক্ষতিকারক রং পাওয়া যায়। এ সময় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৫টি ড্রাম থেকে ঘি এর নমুনা সংগ্রহ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে খাদ্যে ক্ষতিকর রং মিশ্রণের দায়ে জরিমানা করা হয়েছে। সংগ্রহ করা নমুনাগুলোর মান যাচাইয়ের জন্য বিএসটিআই কার্যালয়ে পাঠানো হবে।

আলোকিত সিরাজগঞ্জ