বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় উন্নত জাতের ফলজ বৃক্ষ নিয়ে নতুন নার্সারী

উল্লাপাড়ায় উন্নত জাতের ফলজ বৃক্ষ নিয়ে নতুন নার্সারী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উন্নত জাতের দুটি ফলের নতুন একটি নার্সারী করা হয়েছে। এ নার্সারীতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ, টমেটো ও শীতকালীন তরমুজ ফসলের আবাদ করা হয়েছে।

উপজেলার চর ঘাটিনায় প্রায় সাড়ে পাঁচ বিঘা জায়গা নিয়ে নতুন নার্সারীটি করা হয়েছে। এর মালিক চরঘাটিনা গ্রামের মোঃ ফজলুল হক। তিনি পুরোপুরী বাণিজ্যিক চিন্তা ভাবনায় নার্সারী করেছেন। এ নার্সারীতে থাইলান্ডের উন্নত জাতের সুপার টেন ৮শ পিয়ারা গাছের চারা এবং ১শ ৫০টি সীড লেচ (বিচিবিহীন) বড়ই গাছের চারা লাগানো হয়েছে।

সরেজমিনে গিয়ে আরো দেখা গেছে, নার্সারীটির পিয়ারা বাগানের অংশে দেশীয় পিয়াজ ও হাইব্রিড টমেটো’র আবাদ করা হয়েছে। এছাড়া বড়ই এর বাগানে থাইলান্ডের উন্নত জাতের শীতকালীন তরমুজ ফসলের চারা লাগানো হয়েছে।

এরই মধ্যে বড়ই গাছে ফুল এসেছে। নার্সারীর মালিক বলেন, বিভিন্ন উপায়ে পিয়ারা, বড়ই, তরমুজ এর চারা ও বীজ সংগ্রহ করেছি। নার্সারীতে সাথী ফসল হিসেবে পিয়াজ টমেটো ও তরমুজের চাষ বেশ পরিকল্পনা করছি। এর পাশাপাশি ক্যাপ্রিক্যাল মরিচ চাষ করবেন বলে তিনি বলেন।

আলোকিত সিরাজগঞ্জ