বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় আমন চাষে ঝুঁকেছেন কৃষকেরা

উল্লাপাড়ায় আমন চাষে ঝুঁকেছেন কৃষকেরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ ইউনিয়নে এবারের মৌসুমে আমন ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। বিভিন্ন মাঠে এ ধান আবাদে রীতিমতো ঝুঁকেছেন কৃষকেরা। ধানের আশানুরুপ দামে এ ধানের আবাদ কৃষকেরা আগ্রহভরে করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ১শ’ হেক্টর জমি। উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে এ ধানের আবাদ করা হচ্ছে।

ইউনিয়ন গুলো হলো- রামকৃষ্ণপুর, সলংগা, হাটিকুমরুল, বড়হর, সদর উল্লাপাড়া, পূর্ণিমাগাঁতী, সলপ, পঞ্চক্রোশী। বিভিন্ন মাঠে উন্নত জাতের বেশী হারে ফলন মেলে এমন ধান চাষ করেছেন কৃষকেরা।

খোজ নিয়ে জানা গেছে, লক্ষ্যমাত্রার প্রায় ৮০ ভাগ জমিতে চারা লাগানো হয়ে গেছে। কৃষকেরা এসব জমিতে এখন নিরানী দিচ্ছেন। বাকী ২০ ভাগ জমি তৈরি ও চারা লাগানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। একাধিক কৃষক বলেন- এবারে ইরি-বোরো ধানের দাম তারা আশানুরুপ পেয়েছেন।

এখনও ধানের দাম আশানুরুপ রয়েছে। এ কারণে আমন ধান চাষে তারা বেশি ঝুঁকেছেন। কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক বলেন, লক্ষ্যমাত্রা পূরণে আবে বেশি বাকী নেই। কৃষকেরা যে হারে আমন চাষে ঝুঁকছেন এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ